দুরে কোথাও আছ বসে

Dure kothao - দুরে কোথাও আছ বসে
Song Title: Dure kothao - দুরে কোথাও আছ বসে
Artist: Tausif (তউসিফ)
Album: Onneshon
বিরহ ছুঁতে চায় মনের দুয়ার, দুচোখ নির্বাক আসনা ছুটে
তুমি এলে রংধনু রং ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়
এ মনের অহলাগ আসনা ছুটে ...
অনুরাগে ঝরে চাদ-ও আজ , এ লগনেও এলেনা
অনুভব নিশ্চুপ আজ, কথা যে বলেনা
ভালো যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসনা
দুরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুঁতে চায় মনের দুয়ার, দুচোখ নির্বাক আসনা ছুটে
নীল আচল, নির্মল হাওয়া , এ লগনেও এলেনা
অচেতন থাকে মন, নিস্প্রান যত ভাবনা
দুরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুঁতে চায় মনের দুয়ার, দুচোখ নির্বাক আসনা ছুটে
তুমি এলে রংধনু রং ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়
এ মনের অহলাগ আসনা ছুটে ...
By Mim Khan In 5 years ago
এই লেখাটি 277 বার পড়া হয়েছে