মজার ধাঁধা সমগ্র - ১০ম পর্ব

১. কোন জিনিসের একটা মুখ আছে, দুটো হাত আছে কিন্তু কোনো পা নেই?
২. আপনার টাকা দ্বিগুণ করার সহজ উপায় কী?
৩. কোন জিনিসের বুড়ো আঙুল আছে, সাথে চারটা আঙুলও আছে; কিন্তু জিনিসটা জীবিত নয়।
৪. ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতেই হবে?
৫. কোন জিনিসের ঘাড় আছে কিন্তু মাথা নাই?
উত্তর :
১. ঘড়ি
২. আয়নার সামনে ধরুন, তাহলেই দ্বিগুণ দেখাবে!
৩. দস্তানা/হাতমোজা।
৪. ডিম।
৫. বোতল।
By SHAJAL In 5 years ago
এই লেখাটি 474 বার পড়া হয়েছে