চার ক্যামেরার স্মার্টফোন আনল হুয়াওয়ে

টপট্রিকবিডি নতুন প্রযুক্তি ডেস্কঃদেশের বাজারে নোভা সিরিজের নতুন স্মার্টফোন উন্মোচন করেছে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ। ২৭ অক্টোবর রাজধানীর একটি হোটেলে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মার্টফোনটি উন্মোচন করা হয়। নোভা টুআই মডেলের স্মার্টফোনটির বৈশিষ্ট্য হচ্ছে চারটি ক্যামেরা। এর সামনে ও পেছনে দুটি করে ক্যামেরা ব্যবহার করেছে হুয়াওয়ে।
অনুষ্ঠানে হুয়াওয়ে কর্মকর্তারা জানায়, বাংলাদেশের বাজারে এটি প্রথম ফুলভিউ ডিসপ্লের স্মার্টফোন। ফোনটিতে রয়েছে ফুল এইচডির ৫ দশমিক ৯ ইঞ্চি আইপিএস ডিসপ্লে। এতে ব্যবহৃত হয়েছে ৮-কোর কিরিন ৬৫৯ চিপসেট, ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রোম। এর ব্যাটারি ৩৩৪০ মিলি-অ্যাম্পিয়ার।
নোভা টুআইতে থাকা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ৩৬০ ডিগ্রি কোণে ব্যবহারকারীর আঙ্গুলের ছাপ শনাক্ত করতে সক্ষম। স্মার্টফোনটির পেছনে একটি ১৬ ও আরেকটি ২ মেগাপিক্সেল, সামনে ১৩ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা আছে।
অ্যান্ড্রয়েড নুগাট (৭.০) অপারেটিং সিস্টেমের ফোনটিতে নিজস্ব কাস্টমাইজড ইউজার ইন্টারফেস ইএমইউআই ৫.১ সংস্করণ ব্যবহার করেছে হুয়াওয়ে। হাইকেয়ার, ওয়াই-ফাই ব্রিজ, ইউজার মোড, বিল্ট-ইন অ্যান্টিভাইরাস, হুয়াওয়ে আইডি ও ক্লাউড স্টোরেজ, নাকল সেনসরের মতো ফিচার যুক্ত করা হয়েছে হালনাগাদকৃত ইএমইউআই ৫.১ সংস্করণে।
হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেস ডিপার্টমেন্টের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়া উদ্দীন চৌধুরী বলেন, ‘অবিশ্বাস্য পারফরমেন্স, স্টাইলিস ডিজাইন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা ফিচারের সমন্বয় হুয়াওয়ে নোভা টুআই পূর্বের সকল উৎকর্ষতাকে ছাড়িয়ে যাবে।’
স্মার্টফোনটি আগামী ৬ নভেম্বর থেকে দেশের ৬৪ জেলায় হুয়াওয়ের
সকল ব্র্যান্ড শপ এবং এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টার ও রবির সেবাতে পাওয়া যাবে ২৬ হাজার ৯শ’ ৯০ টাকায়।