কাজের লোক - নবকৃষ্ণ ভট্টাচার্য

কাজের লোক
- নবকৃষ্ণ ভট্টাচার্য---সংকলিত (নবকৃষ্ণ ভট্টাচার্য)
কোথা যাও নাচি নাচি
দাঁড়াও না একবার ভাই।
ওই ফুল ফোটে বনে
যাই মধু আহরণে
দাঁড়াবার সময় তো নাই।
ছোট পাখি, ছোট পাখি
কিচিমিচি ডাকি ডাকি
কোথা যাও বলে যাও শুনি।
এখন না কব কথা
আনিয়াছি তৃণলতা
আপনার বাসা আগে বুনি।
পিপীলিকা, পিপীলিকা
দলবল ছাড়ি একা
কোথা যাও, যাও ভাই বলি।
শীতের সঞ্চয় চাই
খাদ্য খুঁজিতেছি তাই
ছয় পায়ে পিলপিল চলি।
By SHAJAL In 5 years ago
এই লেখাটি 148 বার পড়া হয়েছে