দাদার সঙ্গে প্রেম, সম্মান রক্ষার নামে নগ্ন করা হল কিশোরীকে

পরিবারের সম্মান রক্ষার নামে কিশোরীকে নগ্ন করে ঘোরানো হল গোটা গ্রামে। এমনই নাকি শাস্তির নিদান। ওই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কেউ ওই ঘটনায় জড়িত কি না, সে বিষয়েও খোঁজ শুরু করেছে পুলিস। ঘটনাস্থল পাকিস্তান। সেখানকারই খাইবার-পাখতুনওয়া প্রদেশে সম্প্রতি এমনই ঘটনা ঘটে, যা শুনলে শিউরে উঠবেন।
রিপোর্টে প্রকাশ, দাদার সঙ্গে সম্পর্ক রয়েছে, সেই দাবিতে খাইবার-পাখতুনওয়া প্রদেশে এক কিশোরীকে গত সপ্তাহে ঘিরে ধরে সেখানকারই বেশ কিছু মানুষ। কেন দাদার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে সেই কিশোরী, সেই প্রশ্নেই আক্রমণ করা হয় তাকে। -জিনিউজ
By SHAJAL In 5 years ago
এই লেখাটি 138 বার পড়া হয়েছে