ফেসবুকে Add Friend বাদ দিয়ে Follow বাটন যোগ করুন

ফেসবুকে Add Friend বাদ দিয়ে Follow বাটন যোগ করুন!
.
কোন প্রকার যামেলা ছাড়া অনেক মেয়েদের আইডিতে অহরহ ফ্রেন্ড রিকুয়েষ্ট আসে । আর অনেক মেয়েরা চায় না যে তাদের আইডিতে কোন রিকুয়েষ্ট আসুক।
.
এক্ষেত্রে আপনি আপনার +Add As Friend বাটনটি হাইড/ ডিসেবল করে রাখতে পারেন এজন্য প্রথমে আপনাকে ফেইসবুকের Privacy Settings এ যেতে হবে।
.
এবার How You Connect থেকে Edit Settings এ ক্লিক করুন। তারপর Who Can Send You Friend Requests?
.
থেকে Friends Of Friends করে দিন। সবশেষে Done করুন।
.
বি.দ্রঃ এক্ষেত্রে যারা আপনার বন্ধুর ফ্রেন্ডলিষ্টে আছেন তাদের ফ্রেন্ডগন শুধু রিকুয়েষ্ট পাঠাতে পারবে।
#mhr-mazharul-islam
By MHR Mazharul islam In 5 years ago
এই লেখাটি 131 বার পড়া হয়েছে