আজকের ধাঁধা : ৯ মার্চ ২০২০

ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-
১. ‘এমন একটা জিনিস আছে
সকল লোকে খায়,
ছোটরা ওসব খেলে পরে
মায়ের কাছে যায়।’
২. ‘এত্তরি বাস তেত্তরি বাস,
ভালকা বাঁশের গোড়া।
সারারাত মিটিমিটি জ্বলে,
উড়ে চলা এক ঘোড়া।’
৩. ‘এবা জাদু পেলেন বাটা,
নেই কো তাতে ছন্দ।
শেষ বিচারে জবাব মিলে,
এমন মজার ছন্দ।’
৪. ‘এপার ঝাটি
ওপার ঝাটি।
ঝাটিতে করে
পিটাপিটি।’
By SHAJAL In 3 years ago
এই লেখাটি 67 বার পড়া হয়েছে