শুনেছি গায়ের রং ফর্সা করার জন্য কিছু করা হারাম।

প্রশ্ন : শুনেছি গায়ের রং ফর্সা করার জন্য কিছু করা হারাম। কারো শরীরের কিছু অংশ যদি ফর্সা আবার কিছু অংশ কালো থাকে, তাহলে কী ফর্সা হওয়ার জন্য সাবান বা ক্রিম ব্যবহার করা যাবে?
উত্তর : সৌন্দর্যের জন্য ইসলামি শরিয়তের মধ্যে যেটা অনুমোদন দেওয়া আছে, সেটা করতে কোনো ধরনের বাধা নেই। যদি কেউ সৌন্দর্যের উপকরণগুলো ব্যবহার করেন আর সেটাতে ইসলামি শরিয়তের নিষিদ্ধ কোনো বিষয় না থাকে, যেমন : সাবান, ক্রিম ব্যবহার করা, এগুলো ব্যবহার করতে পারবেন। এগুলো হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। এই কাজ করতে বাধা নেই। হারামের কিছুই এখানে নেই।
সূত্র : এনটিভি অনলাইন ডেস্ক
By Bangla love sms In 2 years ago
এই লেখাটি 134 বার পড়া হয়েছে